Posts

Showing posts from September, 2019

আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

Image
স্পোর্টস ডেস্ক::  বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্ধী ব্রাজিল ও আর্জেন্টিনা বুধবার (১১ সেপ্টেম্বর) আলাদা ম্যাচে মাঠে নামছে। বাংলাদেশ সময় সকাল ৮টায় টেক্সাসের আলামডোমে’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো। একই দিন পেরুরো মুখোমুখি হবে ব্রাজিল। লস এঞ্জেলসে এই ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। মেসিভক্তদের জন্য দুঃসংবাদ হলো নিষেধাজ্ঞার কারণে মেক্সিকোর বিপক্ষে থাকছে না এই সুপারস্টার। কিন্তু যারা আর্জেন্টাইন ফুটবল ভালোবাসেন, তারা নড়েচড়ে বসতে পারেন। কেননা এই ম্যাচেও নিরীক্ষা চালাবেন স্ক্যালোনি। মাঠে নামাবেন একবারেই তরুণ একটা দল। এদিকে, ফিফা ফ্রেন্ডলির আরেক হাইভোল্টেজ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কোপা আমেরিকার ফাইনালের পর আবারো মুখোমুখি হচ্ছে দু-দল। যেখানে ম্যাচটা পেরু প্রতিশোধের মঞ্চ হিসেবে নিলেও, তিতে আভাস দিয়েছেন কাঁটাছেড়ার। যদিও পরিসংখ্যানের পাতায় সেলেসাওদের তুলনায় বেশ পিছিয়ে হোয়াইট এন্ড রেডরা। দু-দলের মুখোমুখি ৪৬ দেখায় ৩৩ জয় আছে ব্রাজিলের। তবে জয় পরাজয় ছাপিয়ে ব্রাজিলিয়ান কোচ বেশি গুরুত্ব দিচ্ছেন দল গোছানোর দিকে। আর তাই এই ম্যাচে এক নেইমার ছাড়া আর কোন সেলেকাও সুপারস্টার...

ক্যালসিয়ামের ঘাটতি পড়লে যা খাবেন

Image
ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতের প্রধান উপাদান। এর অভাবে শরীরে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। মাংসপেশী সংকুচিত হওয়া, হাড়ে ভঙ্গুরতা, খাদ্য গ্রহণে অরুচি, হার্টে সমস্যার সৃষ্টি হওয়া, উচ্চ রক্তচাপ, কোলন ক্যান্সার ইত্যাদি আরও নানা রকম সমস্যা বাসা বাঁধে শরীরে। ক্যালসিয়াম শরীরে শক্তি যোগায় এবং এটি হাড় গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। সঠিক পরিমাণ ক্যালসিয়াম না পেলে শরীর দুর্বল হয়ে হাড় ভঙ্গুরতার মতো মারাত্মক রোগের সৃষ্টি হয়। ক্যালসিয়ামের অভাবজনিত রোগ: * ক্যালসিয়ামের অভাবের কারণে হাড় নরম ও দুর্বল হয়ে পড়ে যার ফলে রিকেট রোগ দেখা দেয়। এছাড়া ভিটামিন ডি-এর দীর্ঘস্থায়ী অভাবে হাড়ের ক্ষতি করে। * যারা দীর্ঘস্থায়ী ক্যালসিয়ামের অভাবে ভোগে তারা একপর্যায়ে হাড় ফ্র্যাকচারের সমস্যায় পড়তে পারেন। মেয়েদের মনোপোজের পর হাড় ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই বয়ঃসন্ধিকালে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিৎ। * ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরেসিস (ইংরেজি: Osteoporosis)  বা হাড় ক্ষয়ের রোগ হয়। * ক্যালসিয়ামের অভাবে হাইপোক্যালসিয়মিয়া হয়ে পেশির টিট্যানি রোগ হয়। মানবদেহে ক্যালসিয়ামের কাজ: * ফসফরা...

‘অনেক ভক্তের গায়ের দুর্গন্ধ অস্বস্তি লাগে, ঘৃণা করে’

Image
সোশ্যাল মিডিয়া খুললেই এখন যার জয়জয়কার, তিনি হলেন রাণু মণ্ডল। তার একটি গান রাতারাতি ভাইরাল হয়। তার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি ভাইরাল রাণুকে। রানাঘাটের রেল স্টেশন ছেড়ে এখন তাই তার দিন কাটছে মুম্বাইয়ে। হিমেশের সঙ্গে দু’টি গানও গেয়ে ফেলেছেন ইতিমধ্যেই। এই খ্যাতির আলোয় এসে কি রাণু নিজের শিকড় ভুলে গিয়েছেন? এই প্রশ্নই উঠছে রানুর একটি ভিডিওকে ঘিরে।এক সময়ে স্ট্যাশনে গান গেয়েই টাকা উপার্জন করতেন রাণু। এখন তিনি সেলেব্রিটির তকমা পেয়েছেন। তাই তাকে ঘিরে মানুষের উত্তেজনা এখন তুঙ্গে। রাস্তাঘাটেও তাকে দেখলেই মানুষ ভিড় জমাচ্ছে। এমনই এক অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রানু সংবাদমাধ্যমের কাছে যা বলেছেন, তাতে অবাক হয়েছেন তার ভক্তরাও। রাণু জানান, তাকে দেখে অনেকেই ছুটে এসে জড়িয়ে ধরেন। আর সেই ভক্তদের মধ্যে অনেকেরই গায়ে নাকি দুর্গন্ধ। এতেই সমস্যা রাণুর।রানু ওই সংবাদমাধ্যমের কাছে জানান, ওরা যখন আমায় এসে জড়িয়ে ধরে, ওদের গায়ের দুর্গন্ধে আমার অস্বস্তি হয়। ঘৃণা করে।তার এরকম মন্তব্যে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। এক সময়ে রাণু মন্ডলও রেল স্টেশনে বসে গান গাইতেন। তার প্রথম যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তা...

তিনি বাংলাদেশের সানি লিয়ন

Image
বাংলাদেশের বিনোদন জগতের চেনা মুখ। গ্ল্যামার আর ফ্যাশনে টেক্কা দিতে পারেন বলিউডের তাবড় তারকাদেরও। নাম নায়লা নাঈম। পেশায় একইসঙ্গে তিনি চিকিৎসক ও মডেল। নায়লাকে ভারতীয় গণমাধ্যম এই সময় বাংলাদেশের সানি লিওন হিসেবে আখ্যা দিয়েছে। পত্রিকাটি দাবি করেছে, নায়লার জাদুতে মাতোয়ারা দর্শক বাংলাদেশের ‘সানি লিয়ন’ বলে ডাকেন তাকে। তাকে নিয়ে একটি ফটো গ্যালারির আয়োজন করেছে এই সময়। সেখানে তার তথ্যে বলা হয়েছে, ১৯৯৫ সালে জন্ম নায়লার। মডেলিংয়ের মাধ্যমেই ক্যারিয়ার শুরু করেছিলেন। এর পর অভিনয়ের জগতে হাতেখড়ি। মিউজিক ভিডিও, টেলিভিশনের অনুষ্ঠান, ফিল্ম থেকে আইটেম সং- সবকিছুতেই নায়লায় মজে আছে দর্শক। প্রসঙ্গত, ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ করার ইচ্ছে ছিল নায়লার। একসময়ের বিখ্যাত মডেলদের দেখে এই ইচ্ছেটা আরো প্রবল হয়। ডেন্টাল কলেজে পড়ার সময় মনে হয় পড়াশোনার পাশাপাশি কিছু করার সুযোগ আছে, তখন থেকেই মডেলিং করার কথা ভাবতে শুরু করেন তিনি। বর্তমানে একজন ডেন্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি চলে তার মডেলিং এবং অভিনয়। ২০১৮ সালে মুক্তি পায় নায়লার প্রথম চলচ্চিত্র ‘রানআউট’। এটি পরিচালনা করেন তন্ময় তানসেন। এরপর বেশ কিছু চলচ্চিত...